Logo
×

বিশ্ব

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে রোববার দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার জানিয়েছেন, আহতদের মধ্যে ত্রিশজনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গণমাধ্যমের খবরে এ সংখ্যা ২৫ বলে জানানো হয়েছিল। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ডোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আমাদুজের কাছে অজানা কারণে মালাগা-মাদ্রিদ রুটে ৩১৭ জন যাত্রী বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হলে স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাইনচ্যুত ট্রেনটি মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি হাইস্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে পরবর্তী লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, আদামুজে মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে আজ আমাদের দেশের জন্য গভীর বেদনার রাত। স্পেনের রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পুয়েন্তে বলেন, সংঘর্ষটি ‘ভয়াবহ’ ছিল, তিনি বলেন যে মালাগা-মাদ্রিদ ট্রেনের শেষ দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে আসন্ন ট্রেনের প্রথম দুটি বগিতে ধাক্কা দেয়, যার ফলে তারা লাইনচ্যুত হয়।

আন্দালুসিয়া অঞ্চল থেকে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং বাসিন্দারা সামান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী একটি ক্রীড়া কেন্দ্রে স্থানান্তর করতে সহায়তা করে। উদ্ধার কাজে সহায়তা করার জন্য স্পেনের সামরিক জরুরি ইউনিটকেও মোতায়েন করা হয়। রোববার রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। কর্মকর্তারা সতর্ক করেছিলেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনে রেল পরিষেবা অন্তত মঙ্গলবার পর্যন্ত স্থগিত থাকবে। রেল অবকাঠামো অপারেটর আদিফ মাদ্রিদ, মালাগা এবং হুয়েলভার আতোচা স্টেশনে ক্ষতিগ্রস্ত যাত্রীদের আত্মীয়দের তথ্য প্রদানের জন্য একটি তথ্যকেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে। একটি ডেডিকেটেড ফোন লাইনও স্থাপন করা হয়েছে। স্পেনের সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০১৩ সালের জুলাই মাসে, তখন সান্তিয়াগো দে কম্পোস্টেলা শহরে অতিরিক্ত গতিতে প্রবেশের সময় একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে ৭৯ জন নিহত হয়। সূত্র: সিনহুয়া