খালেদা জিয়ার সুস্থতা কামনা মোদির, সহায়তা দিতে প্রস্তত ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খালেদা জিয়ার এই সংকট মুহূর্তে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।
পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মোদি বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।

logo-2-1757314069.png)
