
যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
খবর বিবিসির। পুলিশ বলছে, বন্দুকধারী গাড়ি চালিয়ে ওই গির্জায় ঢুকে পড়েন। তিনি সেখানে ভবনে আগুন ধরিয়ে দেন এবং গুলি চালানো শুরু করেন।
কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসে রোববারের প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে।
প্রার্থনায় সাধারণত শত শত মানুষ অংশ নিয়ে থাকেন। সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তিনি বার্টন শহরের ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড।
এনবিসি নিউজ প্রশাসনের বরাতে জানায়, বন্দুকধারী সম্ভবত পরিকল্পিতভাবে চার্চে আগুন দিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ভবনের ভেতরে আরও আহত বা নিহত ব্যক্তি থাকতে পারেন।
তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে।