ট্রাম্প ইরানকে সতর্ক করে বললেন, পরমাণু চুক্তি না হলে পরবর্তী হামলা ‘আরও ভয়াবহ’ হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬
পরমাণু চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ—ইরানকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
ট্রাম্প লেখেন, “ইরানকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে। সময় ফুরিয়ে আসছে। পরমাণু অস্ত্র ছাড়া একটি ন্যায্য চুক্তিই সবার জন্য ভালো।” তিনি সতর্ক করে বলেন, তার আগের সতর্কবার্তার পর যেমন সামরিক হামলা হয়েছিল, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এদিকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর—যার নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন—ইরানের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রণতরীটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বলেন, যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
তবে একই সঙ্গে আরাগচি বলেন, ইরান বরাবরই হুমকি ও চাপমুক্ত পরিবেশে একটি ন্যায্য পরমাণু চুক্তিতে আগ্রহী, যা শান্তিপূর্ণ পরমাণু ব্যবহারের অধিকার নিশ্চিত করবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নতুন করে আলোচনা করছে। আজ (২৯ জানুয়ারি) ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

logo-2-1757314069.png)
