Logo
×

বিশ্ব

গোমূত্র-গোবর গবেষণার জন্য 'পদ্মশ্রী' পাচ্ছেন ভারতের আইআইটি মাদ্রাজের পরিচালক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৭

গোমূত্র-গোবর গবেষণার জন্য 'পদ্মশ্রী' পাচ্ছেন ভারতের আইআইটি মাদ্রাজের পরিচালক

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ভি কামাকোটি। সম্প্রতি, ভারতে শিক্ষা গবেষণায় অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন তিনি। তবে, তিনি এই সম্মাননা পেয়েছেন গোবর গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অব ইন্ডিয়া তথ্য জানায়।

পদ্মশ্রী পাওয়া নিয়ে বিবৃতিতে কামাকোটি বলেন, 'পদ্মশ্রী পুরস্কার আমার জন্য বিশেষ অর্থ বহন করে, আর সেটি হলো 'বিকশিত ভারত ২০৪৭' এই লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। এই সম্মান কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফলাফল।

তবে গোবর গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হয়েছেন তিনি। পদ্মশ্রী সম্মানোনার প্রতিক্রিয়ায় কংগ্রেসের কেরালা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে, 'ভি কামাকোটিকে এই সম্মান পাওয়ার জন্য অভিনন্দন। আইআইটি মাদ্রাজে আপনার গরুর মূত্র নিয়ে 'ব্লিডিং এজ' গবেষণার জন্য দেশ আপনাকে স্বীকৃতি দিচ্ছে গোমূত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য।

গবেষণার গুরুত্ব নিয়ে বর্ণনা দিতে গিয়ে আইআইটি মাদ্রাজের পরিচালকের গোমূত্রের মধ্যে 'অ্যান্টিব্যাকটেরিয়াল' 'অ্যান্টিফাঙ্গাল' গুণ রয়েছে। এছাড়াও আইবিএসসহ (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) নানা ধরনের রোগ নিরাময়ে কার্যকর হতে পারে।