মার্কিন হুমকিই পুরো অঞ্চলের অস্থিতিশীলতার কারণ: ইরানের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েনকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রের হুমকিকে পুরো অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফোনালাপে পেজেশকিয়ান বলেন, মার্কিন হুমকি আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এর পরিণতি হবে কেবল অস্থিরতা। ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, তিনি ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও বহিরাগত হস্তক্ষেপের বিষয়টিও তুলে ধরেন।
এদিকে সৌদি যুবরাজ এই সংলাপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপই একমাত্র পথ। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রিয়াদ ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে আরও নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, প্রতিবেশী দেশগুলোর ভূমি বা আকাশসীমা ব্যবহার হলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে।

logo-2-1757314069.png)
