Logo
×

খেলা

বাংলাদেশের হারে লঙ্কানদের বিদায়, ফাইনালে উঠতে সরল সমীকরণ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯

বাংলাদেশের হারে লঙ্কানদের বিদায়, ফাইনালে উঠতে সরল সমীকরণ

সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আগেই খাদের কিনারে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে তাদের টিকে থাকা নির্ভর করছিল বাংলাদেশের ওপর। ভারতের বিপক্ষে টাইগাররা জিতলেই কেবল টুর্নামেন্টে টিকে থাকত চারিথ আসালাঙ্কার দল। এরপর ফাইনালের দৌড়ে টিকে থাকতে বড় ব্যবধানে হারাতে হতো ভারতকে। তবে অবশিষ্ট ম্যাচে নামার আগেই বাংলাদেশের হারে লঙ্কানদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে এগিয়ে যেতে গতকাল (বুধবার) ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল জাকের-মুস্তাফিজদের জন্য। কিন্তু দুবাইতে দিনটি নিজেদের করে নেওয়া হয়নি ব্যাটিং ব্যর্থতায়। এক সাইফ হাসান (৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯) ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন স্রেফ পারভেজ হোসেন ইমন (২১)। ফলে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় টাইগাররা মাত্র ১২৭ রানে অলআউট হয়ে ৪১ রানের বড় হার দেখেছে।

বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তাদের ফাইনালের পথ সুগম হতো ঠিকই, তবে দাঁড়াতো জটিল সমীকরণ। কিন্তু ভারতের জয় সেটি সহজ করে দিয়েছে। ভারত হারলে আনুষ্ঠানিকভাবে টিকে থাকত শ্রীলঙ্কা। শেষ ম্যাচে তারা ভারতকে হারালে এবং বাংলাদেশের কাছে পাকিস্তান হারলে শ্রীলঙ্কা-ভারত-পাকিস্তান এক জয় নিয়ে নেট রানরেটের হিসাবে বসতো। আবার বাংলাদেশ ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তানের কাছে হারলে এবং লঙ্কানদের সঙ্গে ভারত জিতলে তিন দলের পয়েন্ট হতো সমান ৪ করে। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা ভারত ফাইনালে এবং বাংলাদেশ-পাকিস্তানকে মেলাতো হতো রানরেটের অঙ্ক। তবে তেমন কিছুর আর সুযোগ নেই।

এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনালে ওঠার সমীকরণটা সবচেয়ে সরল। আগামী ২৮ সেপ্টেম্বর হতে যাওয়া মহারণে নিজেদের টিকিট নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন এবং চলমান টুর্নামেন্টে এখনও অপরাজেয় ভারত। যেখানে তারা প্রতিপক্ষ পাওয়ার অপেক্ষায়। আজ (বৃহস্পতিবার) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে বিজয়ী দল কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে উঠে যাবে। জয়ী দল ৪ পয়েন্ট এবং পরাজিতদের পয়েন্ট হবে ২।

গ্রুপপর্বের পর সুপার ফোরেও এখনও কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। শেষ চারে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে বাংলাদেশ-পাকিস্তানকে হারানো দলটির পয়েন্ট ৪, নেট রানরেটও অনেক বেশি (১.৩৫৭)। ২ ম্যাচ শেষে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান ও বাংলাদেশ। তবে নেট রানরেটে (০.২২৬) এগিয়ে সালমান আগার দল। তিনে থাকা লিটন দাসের দলের নেট রানরেট (-০.৯৬৯)। দুটিতেই পরাজিত শ্রীলঙ্কা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে আগামীকাল (শুক্রবার)।