Logo
×

খেলা

মাহমুদুলের সেঞ্চুরি ও দুই ফিফটিতে সিলেটে বাংলাদেশের দাপট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৮:২০

মাহমুদুলের সেঞ্চুরি ও দুই ফিফটিতে সিলেটে বাংলাদেশের দাপট

ফিরেই বাজিমাত করলেন মাহমুদুল হাসান জয়। ৭ মাস পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশি ওপেনার। তাতে তিন অঙ্ক পাওয়ার দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছেন তিনি। আজ থেকে ৪৩ মাস আগে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদুল।

এরপর দুটি ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গেলেও তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। সিলেটে আজ সেই আক্ষেপ ঘুচালেন। শুধু ঘুচালেন না, ক্যারিয়ারসেরা ইনিংসও খেলেছেন তিনি। আগের সর্বোচ্চ ছিল ২০২২ সালে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ১৩৭ রানের ইনিংস। সিলেটে আজ দিন শেষে ১৬৯ রানে অপরাজিত আছেন মাহমুদুল। আগামীকাল ডাবল সেঞ্চুরির লক্ষ্যে সতীর্থ মমিনুল হককে নিয়ে মাঠে নামবেন তিনি। মমিনুলও একটা লক্ষ্য নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করার লক্ষ্যে।

বর্তমানে ৮০ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার। মাহমুদুল-মমিনুলের আগে ফিফটি করেছেন সাদমান ইসলামও। ২০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানে আউট হয়েছেন এই ওপেনার। তিন টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটে দাপট দেখিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১ উইকেটে ৩৩৮ রান করেছে। তাতে ৫২ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। দাপটের শুরুটা করেন দুই ওপেনার সাদমান-মাহমুদুল। ওপেনিংয়ে ১৬৮ রানের জুটি গড়ে। ২০১৫ সালের পর ওপেনিং জুটিতে যা সর্বোচ্চ। আর সবমিলিয়ে চতুর্থ সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ম্যাথিউ হামফ্রেসের বলে সাদমান আউট হওয়ার দ্বিতীয় উইকেট আরেকটি দারুণ জুটি গড়েন মাহমুদুল। এবার তার সঙ্গী অভিজ্ঞ ব্যাটার মমিনুল। দিন শেষে ১৭০ রানের জুটি গড়ে অপরাজিতও আছেন তারা। দারুণ জুটি গড়ার পথে আয়ারল্যান্ডের বোলার জর্ডান নিলকে গালি অঞ্চল দিয়ে চার মেরে সেঞ্চুরি করেন মাহমুদুল। সবমিলিয়ে ১৬৯ রানের ইনিংসটি ১৪ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মমিনুল। ক্যারিয়ারের ২৩তম ফিফটি স্পর্শ করেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেটে ছক্কা হাঁকিয়ে। ৫ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়ে অপরাজিত আছেন তিনিও।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরু করতে নেমে আজ ১৪ বল টিকতে পেরেছে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করতে নেমে ২৮৬ রানে অলআউট হয়। প্রতিপক্ষের অবশিষ্ট দুই উইকেট ভাগ করে নেন তাইজুল ও হাসান মাহমুদ। সবমিলিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নিয়েছেন হাসান-তাইজুল ইসলাম-হাসান মুরাদ। বাকি উইকেটটি নাহিদ রানার।