Logo
×

খেলা

ক্রিকেট দল অনুমতি না পেলেও ভারত সফরের অনুমতি পেলো শুটিং দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২১:২৬

ক্রিকেট দল অনুমতি না পেলেও ভারত সফরের অনুমতি পেলো শুটিং দল

নিরাপত্তাশঙ্কায় আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। প্রসঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা . আসিফ নজরুল জানান, বাংলাদেশের ক্রিকেটার, দর্শক সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি থাকায় সরকার ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।Unibots.com

বিশ্বকাপে অংশ নিতে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে আগামী থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শুটাররা ভারত সফরের জিও (সরকারি আদেশ) পেয়েছেন। 

খেলাটি ইনডোরে সংরক্ষিত এলাকায় হওয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন যুব ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম। তিনি জানান, বাংলাদেশ দলে কেবল একজন করে খেলোয়াড় কোচ যাচ্ছেন। আয়োজকরা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। নিরাপত্তা সংকট না থাকায় তারা ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন।

সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় তিনি ভিসা ছাড়াই সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাদের দিল্লি যাওয়ার কথা। ফেব্রুয়ারি রবিউলের ম্যাচ। 

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। রবিউল জানিয়েছেন, খেলার কারণে অস্ত্র গুলি বহন করতে হয়। কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অনুমোদন লাগে। ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে যুব ক্রীড়াসচিব বলেন, ‘যুব ক্রীড়া মন্ত্রণালয় জিও দেয়। সেটি দেয়া হয়েছে।