কলম্বিয়ায় আকাশপথে মর্মান্তিক দুর্ঘটনা, সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৮
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ টুইন-প্রপেলার উড়োজাহাজ। ফ্লাইট নম্বর এনএসই ৮৮৪৯ বুধবার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে, যাতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।
সাতেনা জানায়, নির্ধারিত অবতরণের আগেই বিমানটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়। ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা পাহাড়ি ও দুর্গম এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ওকানিয়া শহরে অবতরণের কথা থাকলেও তার ১১ মিনিট আগেই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়।
সরকারি যাত্রী তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
দুর্ঘটনার পর যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইন চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত উদ্ধার অভিযানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও সহায়তা করছে।

logo-2-1757314069.png)
