ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার, সূচকের উত্থানে চলছে লেনদেন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:২৯

টানা চার দিনের (১ থেকে ৪ অক্টোবর) ছুটি শেষে খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ ছিল।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দুর্গাপূজার ছুটি শেষে ৫ অক্টোবর থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ অক্টোবর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ারদর।