Logo
×

রাজনীতি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই

বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সিইসিকে বলেছি যে গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ অত্যন্ত আশাবাদী যে নির্বাচন এবার সুষ্ঠু ও সুন্দর হবে। সবাই দলমত নির্বিশেষে তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে এই পরিবেশ যেন তৈরি করা হয়। সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে, ভোটকেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, কোনো প্রকার দখল বা কারচুপি যেন না হয় সেজন্য বডি ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ব্যবহারের কথা বলেছি। তিনি বলেছেন, তিন হাজার ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নেত্রকোণা-১ আসনে কলমাকান্দা উপজেলার ইউএনও মোটামুটি নিরপেক্ষভাবে কাজ করছিলেন।

যার কারণে দুই দিন আগে এক প্রার্থীর তদবিরে তাকে বদলি করা হয়েছে। আমরা সেই ইউএনওকে পুনর্বহাল করার দাবি করেছি। এছাড়া নেত্রকোণা দূর্গাপুরের ইউএনও কোনো অভিযোগই তদন্ত করেন না। অভিযোগ দিলে তিনি একপক্ষের সঙ্গে যোগ দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে ফরিদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও কর্মীরা আমাদের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ব্যবস্থা নিতে বলেছি। সিইসি নির্বাচনী তদন্ত কমিটিতে অভিযোগ দিচ্ছেন এবং ইসি সচিবকে কপি দিতে বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের আমাদের ২৩ জন প্রার্থী আছে। আমাদের ছয়জন দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিকশা মার্কায়। সিইসি যদি এটি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা সন্তুষ্ট হব। অন্য এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের এই নেতা বলেন, কোনো কোনো দলের প্রধান ও দলের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে, মিডিয়ায় আসছে সেগুলো নিয়ে কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতেই বোঝা যায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।