দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধের চেষ্টা চলছে: শিবির সভাপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩১
দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনে যাবে ছাত্রশিবির।
সোমবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে যদি এই নির্বাচন বন্ধের চেষ্টা করা হয়, তবে তার প্রতিবাদে লাগাতার ও কঠোর কর্মসূচি পালন করবে ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে শিবির সভাপতি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন শাকসু নির্বাচন বানচালের জন্য প্রথম থেকেই ষড়যন্ত্র করে আসছে। তারা নির্বাচনে তেমন কোনো প্রচারণা না চালিয়ে এখন শেষ মুহূর্তে আইনি মারপ্যাঁচ ব্যবহার করে ভোট স্থগিতের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়া যেখানে আজীবন গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, সেখানে তার দলের অনুসারীদের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া লজ্জাজনক। শিক্ষার্থীদের অধিকার হরণে তারা এখন আদালতের আশ্রয় নিচ্ছে।" এ সময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, শাকসু নির্বাচন নিয়ে কোনো অনমনীয়তা দেখালে তার জন্য কঠোর মূল্য দিতে হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজপথে কর্মসূচি পালন করবেন।
তিনি দাবি করেন, বিএনপির অনেক প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ছাত্রদল ইসি ভবনের সামনে নাটকীয় অবস্থান নিয়েছে এবং শাকসু ইস্যু সামনে এনেছে। একই সাথে সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রশিবির আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাবে। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

logo-2-1757314069.png)
