Logo
×

রাজনীতি

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগের ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগের ঘোষণা

ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলে এমনটা জানান তারেক রহমান। 

এ সময় তিনি পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছে। যা ১৯৭১ সালে শহীদ কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করে থাকে। 

তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থান কোনও ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিলো অধিকারহারা গণমানুষের গণআন্দোলন। ৭১ স্বাধীনতার, ২৪ ছিলো স্বাধীনতা রক্ষার। আমিও জানি স্বজন হারানো বেদনা কতটুকু, কোনকিছু দিয়ে তা মুছে দেয়া যায় না। দুইভাবে তাদের ক্ষতিপূরণ দেয়া যায়। একটি হলো-  রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ চিকিৎসার খরচ। দ্বিতীয়ত, যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় এলে তা পূরণ করবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। ত্যাগ শিকার করেছিলেন। ঠিক একইভাবে ২৪ এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সালে আর তা রক্ষা হয়েছে ২৪ এর জুলাইয়ে।

একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা যদি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে এভাবে আমাদের শোক সমাবেশ আর শোকগাঁথা চলতেই থাকবে। তাই তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।