Logo
×

রাজনীতি

হেঁটে দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০০:০৭

হেঁটে দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার রাস্তায় হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে তিনি নৌবাহিনীর সদর দপ্তরে মসজিদের জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর বাসায় যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকেল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।’ দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।

কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম। তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।