জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরের প্যানেলে নির্বাচন করা ৪ নারী প্রার্থীই জয়লাভ করেছেন। এসব প্রার্থীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান ছিলো অনেক বেশি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জয়ী ৪ প্রার্থীরা হলেন-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন, ভোট পেয়েছে ৪৪৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. মাশফিকুল ইসলাম রাইন, পেয়েছে ৩১৭৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ছিলো ১৩৫০ ভোট।
আন্তর্জাতিক সম্পাদক পদে জয়লাভ করেন নওশিন নাওয়ার জয়া, পেয়েছেন ৪৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থী অপু মুন্সি, পেয়েছে ২৩১৬ ভোট। এছাড়া সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফাতেমা আক্তার (অরিন)। তিনি ভোট পেয়েছেন ৩৮৫১ ভোট। এছাড়া ইনকিলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শান্তা আক্তার। তিনি ভোট পেয়েছেন ৩৫৫৪ ভোট।
প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছেন। এছাড়া ছাত্রদল ৪টি ও স্বতন্ত্র ১ পদে জয় পেয়েছে।

logo-2-1757314069.png)
