বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-২ আসনে স্বতন্ত প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য দেওয়ায় এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামাল উদ্দিন সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

logo-2-1757314069.png)
