Logo
×

রাজনীতি

নির্বাচন পেছাবে না, পেছাতে চাইলে মানুষ মানবে না: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮

নির্বাচন পেছাবে না, পেছাতে চাইলে মানুষ মানবে না: আমীর খসরু

নির্বাচন পেছাবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চাইলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। তবে একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না তাদের সম্পর্কে তো জনগণের এই সন্দেহ আছে। নির্বাচন না হলে দেশের মানুষ দেশের মালিকানা ফিরিয়ে না পেলে নির্বাচিত সংসদ না থাকলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্পর্কে জনগণের সন্দেহ তো রয়ে গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে 'বাণিজ্য সংলাপ' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম এ সংলাপের আয়োজন করে। আমীর খসরু বলেন, তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এটা হচ্ছে বড় সফলতা। একজন নেতা বিদেশে থেকে এত বড় ভূমিকা পালন করতে পারেন এটা অবিশ্বাস্য ব্যাপার। সবচেয়ে বড় কাজ বিএনপিকে শুধু ঐক্যবদ্ধ রাখেননি, বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের অনুপস্থিতিতে কেবল দলের নয় দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। আমাদের নেতাকর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে।

আগামী দিনের যে রাজনীতি সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয় সেটা আমাদের দেখতে হবে। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদের সভাপতিত্বে বাণিজ্য সংলাপে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতা সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম প্রমুখ। সংলাপে অংশ নেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম, পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর সিনিয়র সহ সভাপতি সেলিম রহমান, প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিজিএপিএমইএর সভাপতি মো. শহীদ উল্লাহ, সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীরুল হক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি তহিনুর আলম টিটু, মাদার স্টিল লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, বিএনও লুব্রিকেন্টের পরিচালক সালাউদ্দিন ইউসুফ, সিএনজি ফিলিং স্টেশন সমিতির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, ফার্নিচার প্রস্তুতকারক সমিতির সভাপতি মাকসুদুর রহমান, রাঙামাটি চেম্বারের সভাপতি মামুনুর রশীদ, চাঁদপুর চেম্বারের পরিচালক মানিকুর রহমান, বান্দরবান চেম্বারের সদস্য জসিম উদ্দিন প্রমুখ।