Logo
×

রাজনীতি

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০৪

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, শরীফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক শহীদি মৃত্যু রাজনৈতিক সহিংসতার ভয়াবহ মানবিক মূল্য আবারও স্মরণ করিয়ে দিয়েছে। তিনি নিহত হাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে তার জান্নাত নসিবের দোয়া করেন। তারেক রহমান উল্লেখ করেন, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত হাদির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শোকবার্তায় তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।