Logo
×

রাজনীতি

আবারও এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮

আবারও এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

ধানমন্ডিতে বাবার বাসা থেকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডা. জুবাইদা রহমান। তিনি সেখানে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় কাটান।

ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ‍্যাম্বুলেন্স।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।