Logo
×

রাজনীতি

সরকার একটি দলের ফাঁদে পড়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: তাহের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৬

সরকার একটি দলের ফাঁদে পড়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: তাহের

অর্ন্তবর্তী সরকার একটি দলের ফাঁদে পা দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপঁচা নিয়মে নির্বাচনের পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে। ‘যদি সংস্কার না হয় শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দেবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। তবে এ দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল। জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে গণভোট হয়, তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দেবে।’

ডা. তাহের বলেন, অর্ন্তবর্তী সরকার তাদের ফাঁদে পা দিয়েছে। সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কের মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট, বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মু. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।