Logo
×

রাজনীতি

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৪

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

সম্প্রতি বিবিসিকে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বলে মন্তব্য করেছেন ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

সোমবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

একই বিষয়ে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে আবিদুল ইসলাম খান বলেন, একটি মহল প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে।

 আবিদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো- 

" তারেক রহমান কারো জীবনকে জাহান্নাম করে দেবেন সে কথা তিনি বলেননি। তিনি আইনের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন। সেটাকে একটি নির্দিষ্ট মহল কর্তৃক প্রতিশোধ ও প্রতিহিংসার বার্তায় প্রশংসা করাকে বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা বলেই মনে হচ্ছে। প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।"