Logo
×

রাজনীতি

বরিশালে ৩ দিনে তিন দলের সমাবেশ

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০২

বরিশালে ৩ দিনে তিন দলের সমাবেশ
বরিশালে পর পর তিনে হতে যাচ্ছে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের জনসভা। ৫ আগস্টের পর এমন গণতান্ত্রিক ধারা ফিরে আসায়, উচ্ছ্বসিত  বরিশালবাসী।

সর্বপ্রথম ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সফরের পরদিন, ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এরপর, ৬ ফেব্রুয়ারি সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। টানা তিন দিনে তিন দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বরিশালে রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততা ও উত্তেজনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। প্রায় দীর্ঘ বিরতির পর বরিশালে এটি হবে তাঁর প্রথম সফর; সর্বশেষ তিনি ২০০৬ সালে বরিশাল এসেছিলেন।

অন্যদিকে, ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির আমির চরমোনাই পীর। পরদিন ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। তিন দিনের ধারাবাহিক এ কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট দলগুলোর নেতা-কর্মীরা জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির চেয়ারম্যানের বরিশাল আগমন প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, দলীয় চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন। বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিলকিস জাহান বলেন, ’’ আমরা তাঁকে বরণে প্রস্তুত রয়েছি।’’ মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁদের ধারণা তারেক রহমানের জনসমাবেশ বেলস পার্ক ছাপিয়ে যাবে। এ অবস্থায় ২০ বছর পর নেতাকে দেখতে লাখ লাখ মানুষের সমাগম হবে আসা করছেন এলাকাবাসী।

এদিকে, ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতের। জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, আমির ডা. শফিকুর রহমান সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন।  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তাঁর বাড়ি। এই আসনে জয়লাভ করতে তাঁরা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।