Logo
×

রাজনীতি

২০ বছর পর সিরাজগঞ্জে তারেক রহমান, জনসভাকে ঘিরে ব্যাপক উদ্দীপনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

২০ বছর পর সিরাজগঞ্জে তারেক রহমান, জনসভাকে ঘিরে ব্যাপক উদ্দীপনা

দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে তিনি সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই আগমনকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। ইতোমধ্যে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মাথায় দলীয় ক্যাপ ও হাতে পতাকা নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আয়োজকদের ভাষ্য, এটি সিরাজগঞ্জের ইতিহাসে বিএনপির অন্যতম বৃহৎ জনসভা হতে যাচ্ছে।

জনসভায় সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন তিনি। এ ছাড়া পাবনা জেলার সংসদীয় প্রার্থীরাও সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপি নেতাদের আশা, জনসভায় দুই লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে। সভায় তারেক রহমান সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং দলীয় প্রতীক ‘ধানের শীষে’ ভোট দেওয়ার আহ্বান জানাবেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘প্রিয় নেতার জন্য সিরাজগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আজ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেছে। শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারেক রহমানকে একনজর দেখার জন্য মুখিয়ে আছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, ‘জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।’

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এই জনসভা দলের নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দেবে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে।