প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে দেখছেন ৪৭.৬ শতাংশ ভোটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:০২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে, ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।
তিনি জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোটদানের আগ্রহ ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে জনমত জানতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে। রাউন্ড-৩ এমনভাবে নকশা করা হয়েছে, যাতে আগের রাউন্ডের অংশগ্রহণকারীদের মতামতের পরিবর্তন তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়।
জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে আগ্রহী। আগের রাউন্ডে যারা ভোট দেবেন বলে জানিয়েছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও সেই অবস্থানে রয়েছেন। যারা আগে ভোট না দেওয়ার কথা বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর যাঁরা আগে কোনো মত দেননি, তাদের ৮৯ দশমিক ৭ শতাংশ এবার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন।
জরিপে আরও দেখা যায়, জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলকভাবে কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ভোটে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেশি।

logo-2-1757314069.png)
