জামায়াত নেতা খুন ও নারী হেনস্থার প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:২৭
শেরপুর-৩ আসনে ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা খুন, দেশব্যাপী নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুম'আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে তারা নানা স্লোগান দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, এ দেশে ইনসাফ কায়েমের জন্য। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। একটি দল মনে করেছে, ‘আমরা ক্ষমতায় এসে গেছি’। এই ভেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে শুরু করেছে। তারা লাগামহীনভাবে চাঁদাবাজি শুরু করেছে এবং খুন, ধর্ষণসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, তারা অন্যায়ভাবে শেরপুরে একজন জামায়াত নেতাকে হত্যা করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচনকে কেন্দ্র করে তাদের অপকর্ম আরও বেড়েছে। যত দিন যাচ্ছে, ততই তারা জনপ্রিয়তা হারাচ্ছে। সে কারণেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের কিছু কুলাঙ্গার আমাদের মা-বোনদের হেনস্তা করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ কয়েক শতাধিক নেতা-কর্মী।
প্রসঙ্গত, বুধবার শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

logo-2-1757314069.png)
