তারেক রহমানের রংপুর আগমন ঘিরে বেরোবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৬
শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় রংপুরে আগমন উপলক্ষে মধ্যরাতে শুভেচ্ছা মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের নেতাকর্মী।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে আবু সাঈদ পার্কের মোড় প্রদক্ষিণ করে শুভেচ্ছা মিছিল শেষ হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, রংপুরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মূলত আমাদের আজকের এই শুভেচ্ছা মিছিল। রংপুরকে আধুনিক ও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে তিনি রংপুরে আসছেন। রংপুরের উন্নতির জন্য তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ও আবু সাঈদের ক্যাম্পাস জন্য বিএনপি ও তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য, তিনি এ অঞ্চলের জন্য উন্নতির কাজ করবেন বলেন বলে আমরা প্রত্যাশা করি।

logo-2-1757314069.png)
