Logo
×

রাজনীতি

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

thereport24.com

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

thereport24.com

 ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে সব ধর্ম বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) মিরপুর সিরামিক উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে আমিনুল হক বলেন, এই এলাকার প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক অবকাঠামোগত দুরবস্থা। তিনি রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং এলাকাবাসীর দাবিকৃত কবরস্থানের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ নিরপেক্ষ মুরুব্বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে আমিনুল হক বলেন, ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর বিকাশ নম্বর সংগ্রহ করে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।