Logo
×

রাজনীতি

জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি, জানালেন তাহের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫০

জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি, জানালেন তাহের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। দেশজুড়ে বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে ওইদিন সকাল সাড়ে ১০টায় এই ‘প্রতিবাদী সমাবেশ’ শুরু হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এই সমাবেশেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমাদের মহিলাদের পক্ষ থেকে আরো ব্যাপক কর্মসূচি থাকবে। আর ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আপাতত আমরা এই কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকার ও প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।”