বিএনপি যদি এতটাই খারাপ হয়, তাহলে জামায়াত কেন মন্ত্রিত্ব ছাড়েনি: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৩০
বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যারা আজ বিএনপিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলছে, ২০০১–২০০৬ সালে তাদেরই দুইজন মন্ত্রী বিএনপি সরকারের অংশ ছিল। বিএনপি যদি এত খারাপ হতো,
তাহলে তারা তখন মন্ত্রিত্ব ছেড়ে দেয়নি কেন?”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, তৎকালীন সরকারের মন্ত্রীরা জানতেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ছিলেন বলেই তারা পদত্যাগ করেননি।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, আর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি ঘটে।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিয়ে চলে এলেই হবে না, ফলাফল নিশ্চিত করতে হবে।” আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

logo-2-1757314069.png)
