Logo
×

রাজনীতি

আমার ওপর ডিম ছুড়েছে, হামলা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২২:০৮

আমার ওপর ডিম ছুড়েছে, হামলা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১ দলীয় জোটের ঢাকা- আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের পাশাপাশি হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সেখানে গেলে তিনি এই হামলার শিকার হন। 

তিনি সকাল থেকে শান্তিনগর এলাকায় তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন বলে জানা যায়। এসময় হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গেলে তাকে ডিম নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক হলে দুপুর দেড়টার কিছু আগে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটোয়ারী। 

আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী।  

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, ‘মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। হাবিবুল্লাহ কলেজ মাঠে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে- জনগণকে বলবো, ১২ তারিখে হ্যাঁ ভোটে রায় দিন। শাপলা কলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে গণজোয়ার করে নতুন নামে বাংলাদেশ গঠন করুন।