একাত্তরকে মাথার ওপরে রাখতে চাই, ওইটাই বাংলাদেশের অস্তিত্ব : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৫০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দলটা আমার দেশটাকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তার কাছে ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? করব না, তাই না? এই কথাটা আমাদের বুঝতে হবে। আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওইটাই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে মির্জা ফখরুল এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি। এবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন।
বিএনপির মহাসচিব বলেন, আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। সেসময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য, সহযোগিতা করছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে, এখন আবার ওরাই ভোট চাচ্ছে দেশ চালাবে বলে।

logo-2-1757314069.png)
