Logo
×

রাজনীতি

জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবে না: ডা. শফিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবে না: ডা. শফিক

জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন।

জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মেহেরপুর আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

জামায়াতের আমিরের জনসভা কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জনসভা স্থলে অবস্থান করছিলেন। কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ।

হেলিকপ্টারযোগে দুপুর দেড়টার দিকে মঞ্চে আসেন জামায়াতের আমির। এরপর সংক্ষিপ্ত বক্তব্য শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন তিনি।