Logo
×

রাজনীতি

প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৯

প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের সাথেইয়ুথ পলিসি টকশিরোনামের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। পাহাড় থেকে সমতল সবখানেই মেধাকে প্রাধান্য দেওয়া হবে।

জলবায়ু, পরিবেশ জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানিগুলো তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।

এসময় সারাদেশে বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দুর্নীতি রোধে তারেক রহমান বলেন, দুর্নীতি সহ্য করা হবে নাসরকার থেকে যদি এমন মেসেজ যায়, তাহলে দেশের অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ এমনিতেই কমে যাবে।