Logo
×

রাজনীতি

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ২৩:১৫

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-(সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, কেউ যেন একটা জাল ভোটও দিতে না পারে সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয় বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।

তিনি বলেন, বিগত ১৫ বছর হালচাষ করে, বীজ দিয়ে ধান লাগিয়েছি। অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুইটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বো। তাই আগামী ১২ তারিখ কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান তিনি।