হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ, স্থগিত ভোটের প্রচারণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:০৭
জাতীয়
নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয়
জোট মনোনীত ঢাকা-৮ আসনের
প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে
পড়েছেন। এ কারণে আজ
শনিবারের তার সব কর্মসূচি
স্থগিত করা হয়েছে।
নাসীরুদ্দীন
পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার
দিকে বিষয়টি নিশ্চিত করেন।
ফজরের
নামাজের পর থেকে সকাল
৮টা পর্যন্ত গণসংযোগ করার পর তিনি
অসুস্থ হয়ে পড়েন।
এরপর
তার সারা দিনের কর্মসূচি
স্থগিত ঘোষণা করা হয়।
শামিল
আবদুল্লাহ গণমাধ্যমে বলেন, ‘সকাল ৮টার গণসংযোগ
শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী
শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই
এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম
স্থগিত করা হয়েছে। তিনি
সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম
আবার শুরু করব ইনশাআল্লাহ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

logo-2-1757314069.png)
