হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২২:১৭
ক্ষমতাচ্যুত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে
পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদে
ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে
নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর
শোল্টোহরি বাজার ও সদর উপজেলার
দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে
গিয়ে এমন মন্তব্য করেন
তিনি।
বিএনপি
মহাসচিব বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছেন
ভারতে। তিনি ভারতে গেছেন
ভালো করেছেন, এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন?
আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে
পড়বেন না। আমরা আছি
আপনাদের পাশে। যারা অন্যায় করেছে,
তাদের শাস্তি হবে। যারা অন্যায়
করেনি, তাদের কোনো শাস্তি হতে
দেবো না।
এ সময় জামায়াতকে ইঙ্গিত
করে তিনি বলেন, একটি
দল বলছে- তাদের ভোট দিলে জান্নাতে
যাওয়া যাবে। কোনো মার্কায় সিল
দিলেই যদি জান্নাতে যাওয়া
যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।
মির্জা
ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর
তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে।
তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল
ভুল স্বপ্ন দেখাচ্ছে।
দেশ
পরিচালনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
অভিজ্ঞতা থেকে বলছি- বিএনপি
ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো
এখন আর কেউ নেই।
আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি।
জামাতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার
কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান, সবাই একসঙ্গে থাকতে
চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ
নেই।
এ সময় বিএনপির বিভিন্ন
উন্নয়ন তুলে ধরে ধানের
শীষে ভোট চাওয়ার পাশাপাশি
আগামীতে এলাকায় উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।

logo-2-1757314069.png)
