উত্তরবঙ্গ গরিব নয়, এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮
জামায়াতের
আমির ডা. শফিকুর রহমান
বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ
গরিব নয়, এই অঞ্চলকে
গরিব করে রাখা হয়েছে।
উত্তরবঙ্গকে সৎ ভাই করে
রাখা হয়েছে। এই অঞ্চলকে কৃষিভিত্তিক
শিল্পের রাজধানী বানাতে চাই।
শুক্রবার
(২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয়
নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায়
যোগ দিয়ে এই মন্তব্য
করেন তিনি।
ডা.
শফিকুর রহমান বলেন, 'উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে
রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে
এসব নদীর মৃত্যু হতো
না৷'
তিনি
বলেন, ‘বলা হয় টেকনাফ
থেকে তেঁতুলিয়া। টেকনাফের উন্নয়নের জোয়ার আর তেঁতুলিয়ায় আসতে
পারে না। আমরা বলব
তেঁতুলিয়া থেকে টেকনাফ।’
এ সময় ৬৪ জেলায়
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
দেন জামায়াত আমির। বলেন, ‘বিগত আমলে পাচারকৃত
সব টাকা দেশে ফিরিয়ে
আনা হবে৷’

logo-2-1757314069.png)
