Logo
×

জাতীয়

৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৮তম বিসিএস: ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রার্থীদের সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো। আগামী ১ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।

গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট পাঁচ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। পরীক্ষায় সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। গত ১১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।