Logo
×

জাতীয়

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে তার সুবিধামত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত রাষ্ট্রপতি ট্রাম্পের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে যোগ দেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি ট্রাম্প এবং স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাত করেন।