Logo
×

জাতীয়

এবার ভোট গণনায় সময় বেশি লাগতে পারে: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:২০

এবার ভোট গণনায় সময় বেশি লাগতে পারে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের গণনায় সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয় জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়।

প্রেস সচিব বলেন, এবার নির্বাচনে ভোট গণনায় আগের চেয়ে সময় বেশি লাগতে পারে। কারণ দলীয় ভোটের পাশাপাশি গণভোটের ভোট গণনার বিষয় আছে। এ ছাড়া পোস্টাল ভোট আছে।