ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের গণনায় সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয় জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস সচিব বলেন, এবার নির্বাচনে ভোট গণনায় আগের চেয়ে সময় বেশি লাগতে পারে। কারণ দলীয় ভোটের পাশাপাশি গণভোটের ভোট গণনার বিষয় আছে। এ ছাড়া পোস্টাল ভোট আছে।

logo-2-1757314069.png)
