গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন নিয়ে প্রচারে শিবিরের কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৮:২১
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনার লক্ষ্যে নয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাকে ক্যাম্পেইন পরিচালনা টিমের আহ্বায়ক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সদস্য মুতাসিম বিল্লাহ শাহেদিকে সদস্য সচিব করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহিবুর রহমান।

logo-2-1757314069.png)
