সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন আলোচিত ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি। আজ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
আজহারি তার পোস্টে বলেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরণের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরণের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য হাসানাহ ফাউন্ডেশনের অফিশিয়াল নম্বরে প্রতিনিয়ত ফোনকল আসছে।
যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সঙ্গে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক। আজহারি বলেন, ইতিমধ্যেই আমরা এসব প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি।

logo-2-1757314069.png)
