Logo
×

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ইমামদের ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০৩

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ইমামদের ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের

রংপুরে ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ কলমের কালো কালি দিয়ে লেখা হলেও বাস্তবে এর প্রতিটি অক্ষর লেখা হয়েছে জুলাই শহীদদের রক্ত দিয়ে। এই সত্য মনে রাখলে জুলাই সনদ কখনো ভূলুণ্ঠিত হবে না।”

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমামদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “চব্বিশের অভ্যুত্থান জুলাই শহীদদের রক্তে লেখা একটি সনদ। দেশ পরিবর্তনের সম্ভাবনার মূল চাবিকাঠি এখন গণভোটের ‘হ্যাঁ’ চিহ্ন। গণভোটের বিষয়টি সাধারণ জনগণের মাঝে পরিষ্কার ধারণা দিয়ে আগামী নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ইমাম সম্মেলন শেষে গণভোটের বিভিন্ন দিক নিয়ে রংপুরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক আলী রীয়াজ ও অন্য অতিথিরা। ‌‘গণভোটের মাধ্যমে দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক মসজিদের ইমাম অংশ নেন। সম্মেলনে ইমামরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে বয়ানে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে জুলাই সনদে ইমামদের অধিকার সংযুক্তকরণ এবং রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের দাবিও জানান তারা। এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইমামদের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল আহসান উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন বলেন, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের ইমামদের বিশেষ ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করে ফ্যাসিবাদমুক্ত, টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান জানান।