Logo
×

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

তিন দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপের এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় ইসলামাবাদ। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

দুই নেতা দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। তারা ১০ জানুয়ারি (২০২৬ ) জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস অধিবেশন সময়োপযোগীভাবে আহ্বানের প্রশংসা করেছেন। এর আগে, গত রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন ইসহাক দার। তিনি সে সময় চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। সেখান থেকে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ইসহাক দার।