Logo
×

জাতীয়

আ.লীগ নিজেই নিজেকে ডিসকোয়ালিফায়েড করেছে: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ২২:১২

আ.লীগ নিজেই নিজেকে ডিসকোয়ালিফায়েড করেছে: প্রেস সচিব

ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেই নিজেকে রাজনীতি ও নির্বাচনের জন্য ডিসকোয়ালিফায়েড (অযোগ্য) করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, সারাদেশে বিপুল সমারোহে ভালো একটি নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম-শহরে সর্বত্রই প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেকে ডিসকোয়ালিফায়েড করেছে। একটা রাজনৈতিক দল যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের ওপর হামলা করে, তখন কোনো মানুষই ওই দলকে রাজনীতি করার সুযোগ দেবে না। তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা যুবলীগ-ছাত্রলীগ করেছে তাদেরই পুলিশে, এনএসআইতে চাকরি হয়েছে। আওয়ামী লীগ মানুষের সঙ্গে অত্যাচার-জুলুম করেছে। এজন্য আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ তাদের সব দোসরকে বিচারের জন্য বাংলাদেশে অবশ্যই আসতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।

সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসেন। শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে চলে যান। এ সময় প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয়রা।