এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৩ হাজার ১৪৪ জন। আর জমা পড়েছে ১৬৬টি মনোনয়নপত্র।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইসির ১০ টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo-2-1757314069.png)
