ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য।
এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় তারা ‘ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়াই করব’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভারতীয় আগ্রাসন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেন। এছাড়া একই সময়ে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। রাত পৌনে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে একদল শিক্ষার্থী উপাচার্য চত্বরে জড়ো হতে শুরু করেছেন। রাত সাড়ে ১১টায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

logo-2-1757314069.png)
