পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর গুজবের পরিবর্তে সঠিক সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই বিষয়ে গুরুত্বারোপ করেন।
৮ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা-বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসান যাবে না।”
তার এই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ (মাইগ্রান্ট) কমিউনিটি ইন ইন্ডিয়া’ নামের একটি সংগঠন। তাদের ভাষ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি, যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন করা।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারা দেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা হবে। এ সময় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গুজব মোকাবিলায় গণমাধ্যমকেই সত্য সংবাদ পরিবেশন করতে হবে।”