Logo
×

জাতীয়

তিন সন্দেহভাজনের তথ্য মার্কিন দূতাবাসে, নিরাপত্তা জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪০

তিন সন্দেহভাজনের তথ্য মার্কিন দূতাবাসে, নিরাপত্তা  জোরদার

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হামলার শঙ্কা ও তিন সন্দেহভাজনের তথ্য মার্কিন দূতাবাস পাওয়ার পর তাদের অনুরোধে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়।

দূতাবাসের নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বারিধারায় অবস্থিত দূতাবাস এলাকায় দেখা যায়, পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে থেকে নিরাপত্তা তদারকি করছেন।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ বলেন, এটা আমাদের রুটিন ডিউটির অংশ। মাঝে মধ্যে মনে হলে আমরা নিরাপত্তা জোরদার করি। এখানে ডিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে। আমিও দূতাবাসের সামনে আছি।

বিশেষ কোনো নিরাপত্তা হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঝে মধ্যে মনে হয় না, আবার মনে হলে গুরুত্ব দিয়ে দেখা হয়।

তবে গোয়েন্দা সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী। হামলা করতে পারে আশঙ্কা রয়েছে- এমন তিনজন বাংলাদেশি নাগরিকের নাম, ঠিকানা ও ছবি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ নিজেদের তদন্তের বরাতে শনাক্ত করেছে। পরে দূতাবাসের পক্ষ থেকে ডিএমপির কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়। এরপরই এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ এবং গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনাররা সোয়াট টিম নিয়ে দূতাবাস এলাকায় পৌঁছে যান এবং সেখানে নিরাপত্তা জোরদার করেন।এ সময় সিটিটিসি কর্মকর্তারা দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং সন্দেহভাজন তিনজনের নাম ও ছবি নেন।